পটুয়াখালীর মহিপুরে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে নিজামপুর কোস্টগার্ড। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৬ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার ৭নং ওয়ার্ড নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া সেল কর্মকতা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, মঙ্গলবার রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ৭নং ওয়ার্ড নিজামপুর এলাকায় অভিযান পরিচালনা কালে এক ব্যক্তির গতিবিধি সন্দেহ জনক মনে হলে তাকে থামানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের উপস্থিত টের পেয়ে সাথে থাকা একটি বাজারের ব্যাগ ফেলে পাশ্ববর্তী ঘনবসতি এলাকায় পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ব্যাগে রাখা তিনটি কার্টুন থেকে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছেন। পরে জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মহিপুর থানায় হস্তান্তর করেন।