শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

হতাহত সাংবাদিকদের স্মরনে পটুয়াখালীর বাউফলে মোমবাতি প্রজ্জ্বলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ Time View

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত পাঁচজন সাংবাদিক ও শহীদ ছাত্র-জনতা এবং বিগত দিনে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সকল সাংবাদিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে কর্মসূচি পালন করেছে
পটুয়াখালীর বাউফলের গণমাধ্যমকর্মীরা।
গতকাল রাত ৮ টায় পাবলিক মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে গণমাধ্যমকর্মীদের আয়োজনে এই কর্মসূচিতে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীরা এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করার পরে নিহত সাংবাদিক ও শহীদ ছাত্র-জনতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন গণমাধ্যমকর্মীরা। এছাড়াও অতীতে পেশাগত দায়িত্ব পালনকালে আহত সকল সাংবাদিকদের জন্য দোয়া করা হয় এবং দেশত্ববোধক গান গাওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
কর্মসূচিতে গণমাধ্যমকর্মীরা বলেন, বিগত দিনে সাংবাদিকদের সত্য প্রকাশের চেষ্টায় কখনো ঘাটতি ছিলো না। কিন্তু হাসিনা সরকারের দমন- নিপীড়ন, জেল জুলুমের শিকার হওয়ার ভয়ে অনেকেই প্রকৃত সত্য প্রচার করতে পারেনি৷ আবার কিছু সাংবাদিক মহান পেশাকে দলীয়করণ করে সাংবাদিকতা অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আগামীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেন কোনো অপশক্তি বাধাগ্রস্থ করতে না পারে এবং সাংবাদিক সংগঠনগুলো দলীয় প্রভাবমুক্ত থাকে সে বিষয়গুলো বর্তমান সরকার তাদের গণমাধ্যম সংস্কারের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin