‘মানবতার সেবা ছড়িয়ে দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে,পটুয়াখালীর বাউফলে সেচ্ছাসেবী সংগঠন ‘স্প্রেইড হিউম্যানিটি কর্তৃক আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন আ স ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ে (বিনামূল্যে) ফ্রী মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ফ্রী মেডিকেল ক্যাম্পে শীতকালীন নানারকম রোগ যেমন শিশুদের ঠান্ডা কাশি, জ্বর, রক্তের গ্রুপ নির্নয়, বয়স্কদের জ্বর ঠান্ডা কাশি, বাত-ব্যাথাসহ মহিলাদের নানাবিধ রোগের চিকিৎসা দেয়া হয়েছে।
এসময় ইউনিয়নের হতদরিদ্র পরিবার ও চিকিৎসা বঞ্চিত কয়েকশত মানুষের মাঝে ফ্রীতে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
সেচ্ছাসেবী সংগঠন ”স্প্রেইড হিউম্যানিটি’র সভাপতি মুনতাসির তাশরিফ,ও রুহুল আমীন বলেন, উপজেলা থেকে বিচ্ছিন্ন এই ইউনিয়নটিতে প্রায় ২২ হাজার মানুষের বসবাস এবং খেয়া পারি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ গিয়ে দরিদ্র ও বয়স্ক রোগিদের চিকিৎসা নেয়া সম্ভব হয় না। ফলে অনেক দুর্যোগ ও দুর্ঘটনার শিকার হন এই জনপদের অসংখ্য মানুষ।
রুহুল আমীন আরও বলেন, এখানে পর্যাপ্ত কমিউনিটি ক্লিনিক ও সুচিকিৎসার ব্যবস্থা না থাকায় আমাদের সেচ্ছাসেবী সংগঠন স্পেইড হিউম্যানিটি’র এ আয়োজনে আমরা চেষ্টা করেছি কিছু সংখ্যক হতদরিদ্র রোগীদের পাশে থেকে বিভিন্ন রোগের ২৭ ধরনের ঔষধ ও ফ্রী চিকিৎসা সহায়তা করার।