বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে “”কাছিপাড়া দিঘিরপাড় সম্প্রীতি ফোরাম”” নামক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দিঘিরপার জামে মসজিদ মাঠে রাজিবুল হাওলাদারের সঞ্চালনায় ও ইদ্রিস আহমেদ গাজী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর অবসর প্রাপ্ত ল্যাফটেন্যান্ট মোঃ রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ বারেক আকন, সাবেক ইউপি সদস্য মোঃ সামছুল হক মৃধা, কাছিপাড়া আঃ রশিদ মিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম রিপন প্রমূখ
পবিত্র কোরআন তেলাওয়াত ও শান্তির প্রতীক পায়রা উড়ানো মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সমাজের মাদক নির্মূল সহ সামাজিক সকল কার্যক্রমে সংগঠনটির অংশগ্রহণ চলমান থাকবে, পাশাপাশি বেকারদের কর্মসংস্থান সহ অসহায় মানুষদের পাশে সব সময় কাজ করবেও বলেন বক্তারা। সর্বশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।