পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালাইয়া ইউনিয়ন শাখা সভাপতি জসিম আহম্মেদ তুহিনের উপর সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টায় শিকাদার বাজার এলাকায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় কালাইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মেয়াজ্জেম হোসেন বাদল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সধারন সম্পাদক আতাহার উদ্দীন,সাংগঠনিক সম্পাদক জহির মুন্সি, উপজেলা যুবদলের সদস্য স্বপন মৃধা, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রিজবী, , মেহেদী হাসান, মেজবাহ উদ্দিন মিলন প্রমূখ।
বক্তারা বলেন- গত কয়েকদিন পূর্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের পর জসিম আহম্মেদ তুহিনকে পুলিশ হেফাযতে নিয়ে মিথ্যা মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়।এ মিথ্যা মামলার প্রত্যাহার সহ আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে মুক্তি না দেয়া হলে আরো কঠোর কর্মসূচি দেয়ারও হুশিয়ারি জানান তারা।