দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।
পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে মোঃ তাওহিদ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের
৬ নং ওয়ার্ড দক্ষিণ আরজবেগী রণগাজি গ্রামের মৃধা বাড়িতে এঘটনা ঘটে।
নিহত তাওহিদ ঐ গ্রামের রণগাজি মৃধা বাড়ির স্বপন মৃধার প্রথম ছেলে।
স্বজনদের থেকে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পরিবারের অগোচরে খেলতে গিয়ে বাড়ির দক্ষিণ পাশের নতুন একটি পুকুরে পরে যায় তাওহিদ।
তাকে দেখতে না পেয়ে ছেলের ফুফু,মা-বাবা বাড়ির লোকজনের ডাক চিৎকার দিয়ে শিশুকে বহু খোঁজা খুঁজি করে বাড়ির দক্ষিণ পাশের নতুন পুকুরের পানিতে বাসতে দেখে তাৎক্ষণিক
পুকুরের পানি থেকে উদ্ধার করে গুরুতর অসুস্থ্য অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।