মোঃ সিরাজুল ইসলাম, চরফ্যাশনঃ
চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার আওতাধীন আহাম্মদ পুর ইউনিয়নের চৌমুহনী বাজার আল হেরা রেসিডেন্সিয়াল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আহাম্মদপুর ইউনিয়নের জামায়াতের আমীর জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়াবে আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন ভুট্ট
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একটি সমাজ গড়তে হলে একজন আদর্শ মানুষ হতে হবে।
এই প্রতিষ্ঠান একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে আপনার ছেলে মেয়ে ভর্তি হলে একজন আদর্শ নাগরিক হিসেবে পরিচিত লাভ করবে। তাই আমরা পরকালের কথা চিন্তা করে আমাদের সন্তানগুলোকে ধর্মীয় প্রতিষ্ঠানে ভর্তির জন্য উৎসাহিত করবো।
অনুষ্ঠানে প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ১ম, ২য় ও ৩য় বিভাগের ছাত্র/ছাত্রীদের হাতে আকষর্নীয় পুরস্কার বিতরণ করা হয়, এবং নতুন বছরে নতুন বই পেয়ে খুশি কোমলমতি শিশুরা।
অতীতের পরীক্ষার ফলাফল ন্যয় আগামীতে সন্তোষজনক ফলাফল হবে বলে আশাবাদী শিক্ষার্থীসহ অভিভাবকমহল।
দোয়া মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।