ঘর্নি ঝড় ডানা ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করলেও কুয়াকাটায়ও পড়েছে এর প্রভাব। রেখে গেছে ক্ষত চিহ্ন। হঠাৎ টর্নেডোর মত এক মিনিটের আকর্ষি ক ঝড়ে বিধ্বস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। আহত হয়েছে এক গৃহবধূ। বৃহস্পতিবার দুপুরে লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় দানার আতংকে সময় পার করছিলেন তারা। হঠাৎ কালো মেঘের সাথে প্রবল বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হলে বড় গাছ ভেঙ্গে ঘরের উপর পরে। এসময় ঘরের মধ্যে থাকা বৃদ্ধ মনোয়ার বেগমের হাত ভেঙে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা সেবা দিয়েছেন। তাহেরপুর গ্রামের তিনটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত ও ১৭টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বেলাল হাওলাদার, দুলাল হাওলাদার ও রুবেল পহলানের বসত ঘর।
বাবুল সরদার বলেন, ‘ঘূর্ণিঝড়ের আঘাতে প্রবল বাতাসের কারণে মুহূর্তের মধ্যে এলাকায় অনেক ঘরবাড়িসহ গাছপালা উপড়ে যায়। এতে এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কৃষি ক্ষেত্রে তেমন কোনো ক্ষয়ক্ষতি দেখছি না।’
জামাল সরদার বলেন, ‘প্রচণ্ড বাতাসের কারণে আমাদের মসজিদের অর্ধেক চাল উড়ে গেছে। এ সময় আমগাছও উপড়ে যায়। কিছুক্ষণ পরেই সবকিছু স্বাভাবিক হয়ে গেছে।’ ঘরের চাল উড়ে যাওয়া রুবেল পহলান বলেন, ‘ঘরের মধ্যেই ছিলাম। প্রচুর বৃষ্টির সাথে হঠাৎ দমকা বাতাসে আমার ঘরের চালা উড়ে গেছে। এখন এই ঘর ঠিক করতে কমপক্ষে এক লক্ষ টাকা লাগবে।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি তাহেরপুরে ৩টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া ১৭ টি টিনের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত ও অনেকগুলো গাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করা হবে।’