শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

ঋণের দায়ে পলাতক পরিবার, ভাইয়ের গরু নিয়ে গেল পাওনাদার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক।
ঋণের টাকা শোধ দিতে না পেরে পালিয়ে বেড়াচ্ছেন আবুল কালাম(৩২) নামের এক ব্যাক্তি। দেনাদারকে না পেয়ে তার ভাইয়ের ৪টি গরু নিয়ে নিয়ে যান পাওনাদার। এমন ঘটনা ঘটিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরের পপি বেগম(৪০) নামের এক সুদি ব্যবসায়ি।
ভূক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, পাশের উপজেলার আবুল কালাম নামের একব্যক্তি বাউফলের বগা বন্দরের করিম হাওলাদেরর মেয়ে পপি বেগমের কাছ থেকে কিছু টাকা গ্রহণ করেন। ওই টাকায় প্রতি মাসে ১০হাজার টাকা সুদ দিতে হতো। গত ৮মাস ধরে সুদের টাকা না দিতে পারায় সুদে আসলে মোট ২লাখ ৫০হাজার টাকা দাবি করেন পপি। সব শেষে টাকা শোধ দিতে না পেরে স্ব-পরিবারে পালিয়ে যান কালাম। এতে কোন উপায় না দেখে পপি গত বৃহস্পতিবার বিকাল ৩টায় কালামের ভাই আবু সালেহ‘র বর্গা পালিত ৪টি গরু খোঁয়াড় থেকে নিয়ে যায়। পরে বাউফল ও দুমকি পুলিশের সহায়তায় পপির বাসা থেকে গরুগুলি উদ্ধার করে পুলিশ। বর্তমানে গরুগুলি দুমকি পুলিশের হেফাজতে রয়েছে।
এবিষয়ে অভিযুক্ত পপি বলেন, ‘আমি কালমকে গরু কেনার জন্য ২লাখ ৫০হাজার টাকা দিয়েছি। যার কাগজপত্র ও স্থানীয় সাক্ষি রয়েছে। কালাম কোন ধরনের টাকা পরিশোধ না করে পালিয়েছে। শুধু আমার টাকা নয় স্থানীয় আরও কয়েকজসহ কয়েকটি সরকারী-বেসরকারি ব্যাংক থেকেও টাকা নিয়ে পালিয়েছে। গরু তার ভাই দাবি করলেও আসলে গরু আমার টাকায় কেনা।
এবিষয় দুমকি থানার তদন্ত কর্মকর্তা (এসআই) আমিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে গরুগুলো উদ্ধার করেছি। ৪টি গরু আমাদের থানার হেফাজতে আছে। উভয় পক্ষের সাথে কথা বলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin