বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

বাউফলে যাত্রীবাহী বাসে অভিযান; ১৪মন জাটকা জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ Time View

জাহিদ শিকদার,
পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী মুন পরিবহন, অন্তরা পরিবহন ও ডলফিন পরিবহন নামের তিনটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ১৪ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের টিএনটি অফিসের সামনে এই অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সাইফুল ইসলাম।

তবে জাটকা জব্দ করা হলেও বাস কোম্পানিকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করা হয়নি।

এই রুটের যাত্রীরা জানায়, পটুয়াখালী জেলার গলাচিপা, দশমিনা ও বাউফল উপজেলা থেকে চেয়ারম্যান, কিংস, অন্তরা, মুন, ডলফিন ও বাউফল এক্সপ্রেস নামের ৬টি কোম্পানির বাস নিয়মিত রাজধানী ঢাকায় যাতায়াত করে। রাতের চলাচল করা বাসগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ নেয়া হয়। যাতে গন্ধ ছড়িয়ে অতিষ্ঠ হয় যাত্রীরা। তবে প্রতিবাদ করেও সমাধান মেলেনি দীর্ঘদিন।এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ফুটে উঠেছে৷ এরআগেও মাছ পরিবহন করা দায়ে বাস কোম্পানিকে সতর্ক করেছে প্রশাসন। একাধিকবার জরিমানাও করা হয়েছে এসব বাসের মালিকানা সংশ্লিষ্ট ব্যক্তিদের। তবুও কাউকে তোয়াক্কা না করে প্রতিনিয়ত মাছ পরিবহন করছে বাসগুলো।

এ বিষয়ে বাউফলের সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি গলাচিপা থেকে ছেড়ে আসা চারটি বাসে ৫/৬ ইঞ্চি আকারের জাটকা ইলিশ ঢাকায় পাঁচার হচ্ছে। পরে অভিযানে তিনটি বাস আটক করতে সক্ষম হয়েছি। অভিযানে প্রায় ১৪টি ড্রাম ভর্তি জাটকা জব্দ করা হয়। আনুমানিক পরিমাণ ১৪মন হবে বলে প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি। আজই প্রথম এসব বাস আটক হয়েছে, তাই তাদের শুধুই সতর্ক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণ হলে উপজেলা ও জেলা প্রশাসনের সাথে আলোচনা করে পরিবহনগুলোর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin