জাহিদ শিকদার,
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংসতার প্রতিবাদ ও হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল পৌর শাখার উদ্যোগে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে বাউফল পাবলিক মাঠে উক্ত গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলার প্রচার সম্পাদক মোঃ রেদোয়ান উল্লাহ এর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল পৌর শাখার আমির মোঃ রাসেল মাহমুদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমির অধ্যাপক মুহাম্মদ শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পটুয়াখালী জেলার কর্ম-পরিষদ সদস্য মাওলানা মোঃ ইসহাক মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলার আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক কাজী মু. আবদুদ দাইয়্যান, বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাও: আবদুল গনি সাহেব, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ খালিদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, পটুয়াখালী জেলার সভাপতি মোঃ মেহেদি হাসান প্রমক বক্তারা বলেন , আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ করে বিগত দিনে জামায়াতে ইসলামীর যেসব নেতাকর্মী হত্যা, গুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন তার উপযুক্ত বিচারের দাবি করে