বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

বাউফলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ।

নবআলো ডেস্কঃ
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৪০ Time View

পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সরকারী কলেজ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন তারা। এতে অশংগ্রহণ করেন সরকারী কলেজের বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সাধারণ শিক্ষার্থীসহ অন্যান্য বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার এর আগে ২বার বদলি আদেশ হয়। কিন্তু অজানা কারণে তিনি এখনও স্বপদে বহাল আছেন। গত ১৩তারিখ ৩দফায় বদলি আদেশ দেন সংস্থাপন মন্ত্রনালয়। এবার শিক্ষঅর্থীরা আশংকা করছেন বাদলি বাতিল হওয়ার। একারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। স্বৈর শাসক পলায়নের পর বিভিন্ন বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। এসুযোগে অনেক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নিতির কথা উল্লেখ তরেন তারা। ওই কর্মকর্তাকে আওয়ামীলীগের দোসর আখ্যা দিয়ে অপসারণের দাবি জানানো হয়। আগামী ৪৮ঘন্টার মধ্যে ইউএনও বশির গাজির অপসারণ না হলে রবিবার থেকে লাগাতার আন্দোলন ও উপজেলা পরিষদ ঘেরাও করার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এসময় বাউফল উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একই দাবিতে গত রবিবার সকার ১১টায় মানববন্ধন করেছিলেন উপজেলা কৃষক দল বাউফল উপজেলা শাখা ও সাধারণ জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin