প্রত্যেক মানুষের অধিকার বাস্তবায়নের জন্য দেশ স্বাধীন করা হয়েছিলো, কিন্ত স্বাধীনতার পর আজ পর্যন্ত যারা শাসক ছিলো নেতৃত্ব দিয়েছে তারা বৈশম্য দূর করতে পারে নাই।জেলেরা তাদের অধিকার ফিরে পাচ্ছে না, শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাচ্ছে না, আজও তারা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে, হাজারও পরিবার ক্ষুধার তারনায় আত্মহত্যা করছে, চিকিৎসার অভাবে ধূকে ধূকে মরছে, খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে, জুলুম, খুন, গুম, ধর্ষণ এর জন্য দেশ স্বাধীন করা হয় নাই, স্বাধীন করা হয়েছিল মানুষের অধিকার ফিরিয়ে দিতে আজ বুধবার বিকেল ৪টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন,
তিনি আরও বলেন- মুসলমানদের রাজাকার বলে অপবাদ দেয়া হয়েছে, বার বার দেশ পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই, ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। এসময়
দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হাত পাখা মার্কায় ভোট দেয়ার আহবানও জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাউফল উপজেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাঃ সিরাজুল ইসলাম, পটুয়াখালী জেলা সহ সভাপতি কাজী গোলাম সরোয়ার, মাওলানা আবুল হাসান বোখারী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।