স্টাফ রিপোর্টার :ভোলায় শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল আলম মানিকের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে কর্মী সভা অনুষ্ঠান উদ্বোধন করেন স ম জামাল উদ্দিন।
এসময় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। তিনি জেলা বিএনপির সাথে সমন্বয় করে শ্রমিক দলকে সাংগঠিতভাবে শক্তিশালী করে গড়ে তুলতে আহ্বান জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ভোলা জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ট্রুম্যান, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রব আকন, যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ হাওলাদার এবং সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ।
এ সময় ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন- দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভোলা জেলা বিএনপর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিক দল কাজ করেছে। বিএনপির আন্দোলনে ভোলা জেলা শ্রমিক দলের অবদান ভুলে যাওয়ার মত নয়। তাই বক্তারা ভোলা জেলা শ্রমিক দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক আওলাদ হোসেন বাহার, সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আলমগীর মোল্লা, ভাসান শ্রমিক দলের সভাপতি মোঃ ইব্রাহিম সহ জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন শ্রমিক দলের অন্তর্ভুক্ত বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।