বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৪৮ Time View

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে পটুয়াখালীর বাউফল উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর, নৌ পুলিশ, কোস্ট গার্ডের যৌথ অভিযানে গত ১৩ অক্টোবর থেকে ২০অক্টোবর মধ্য রাত পর্যন্ত আট দিন তেঁতুলিয়া নদীর বিভিন্ন বিভিন্ন পয়েন্ট অভিযান চালিয়ে ১৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাউফল মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত আট দিনে ৩টি মোবাইল কোর্ট, ১৮টি অভিযান ও ১৯টি মামলার পাশাপাশি ৭টি মাছ ঘাট,২৫টি বাজার ও ৩৬টি মৎস্য আরৎ পরিদর্শন করেন তারা।

এ সনয় জেলেদের কাছ থেকে মাছ ধরার কাজে ব্যবহারিত ৪টি ট্রলার,১টি স্পীড বোর্ড, ৩ লক্ষ ৪৬৫ মিটার জাল ও ০.৯২ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন-গত ১৩ অক্টোবর মধ্যরাত ৩ নভেম্ভর মধ্য রাত পর্যন্ত ২২ দিনের জন্য সারা দেশে ইলিশ আহরণ,পরিবহন ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে সফলতার সহিত কাজ করছি এবং আমাদের ৩টি টিম নিয়মিত টহলে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin