পটুয়াখালীর বাউফলে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৪ ও ২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় তেঁতুলিয়া নদীতে ইলিশ অভয়াশ্রমে মার্চ ও এপ্রিলে সকল প্রকার মৎস্য সম্পদ রক্ষায় জেলে পল্লীতে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল দশটায় নাজিরপুর ইউনিয়ন পরিষদে এ জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম শহিদুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব আলম তালুকদার, কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন,বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রথম আলো বাউফল উপজেলা প্রতিনিধি এ বি এম মিজানুর রহমান সহ স্থানীয় ইউপি সদস্য, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও দুই শতাধিক উপস্থিত ছিলেন।
আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস অভয়াশ্রম এলাকায় জাটকা সহ সব ধরণের মাছ আহরন, মওজুদ, পরিবহন ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকবে। আর আইন মেনে এবং ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।