মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

পুলিশ ক্যাম্প পুর্নবহলের দাবিতে মানবন্ধন।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৫৫ Time View

নিউজ ডেস্ক ঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজার নিরাপত্তায় পুলিশ ক্যাম্প পুর্নবহলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার কালিশুরী বাজারে ব্যবসায়িদের উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। বাজারের প্রায় ৪শতাধিক ব্যবসায়ি মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি মো. ফয়সাল মোল্লা, কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন ওরফে ধলু মোল্লা, ব্যবসায়ি সমিতির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, ব্যাবসায়ি দুলাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এখানে ৫ আগষ্টের আগে একটি পুলিশ ফাঁড়ি ছিল। কিন্তু ৫আগস্টের পর ফাঁড়িটি প্রত্যাহার করে পুলিশ। যার ফলে ব্যবসায়িদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। সম্প্রতি ওই বাজারের মোবাই ফোন ব্যবসায়ি এনায়েত হোসেন দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই ব্যবসায়ির দোকান থেকে ৩০লক্ষাধিক টাকার মোবাইল লুট করে নিয়েছে ডাকাত দল। বাজারটি উপজেলার ২য় বৃহত্তম বাজার। তাই ওই বাজারে পুলিশ ফাঁড়িটি পুর্নস্থাপন করার দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin