খাল বাঁচাও, কৃষক বাঁচাও স্লোগানে পটুয়াখালীর বাউফলের ধূলিয়া ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ খাল অবমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওই খালের অভিমুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে, অবৈধ দখলের হাত থেকে খাল পুনরুদ্ধার করে পানি প্রবাহ স্বাভাবিক করার জোর দাবি জানানো হয়েছে। বক্তারা বলেন, এলাকার কৃষি, মৎস্য ও জীববৈচিত্র রক্ষায় এই খাল স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেঁতুলিয়া নদীর ভাঙন রোধের ব্লোক নির্মাণ প্রকল্পের কাজের জন্য নদী সংযুক্ত এই খালের মুখে বাঁধ নির্মাণ করা হয়। কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান খালের পানি স্থানান্তরের জন্য পরে কাজ করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও তারা সেই ব্যবস্থা করেনি। যারফলে মৃত প্রায় অবস্থা হয়েছে খালের। এতে করে চরম বিপাকে পরেছেন স্থানীয় কৃষক, জেলে ও সাধারণ মানুষ। খালের পানি নদীতে প্রবাহের সুযোগ না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং গ্রীষ্মের সময় ফসলী জমিতে প্রয়োজনে পানি সরবরাহ ব্যহত হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা৷ অবিলম্বে খাল অবমুক্ত করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও জানান এলাকাবাসী।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, জেলে ও এলাকাবাসী খাল রক্ষার দাবিতে এ মানববন্ধনে অংশ গ্রহণ করেছেন।