বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

বাউফলে নৌ পুলিশ এর অভিযানে ইলিশ জব্দ।

আবু রায়হান – বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝাটলা ইলিশ জব্দ করেছে কালাইয়া নৌ পুলিশ।
রবিবার সকাল ১০টায় কালাইয়া কমলা রানীর দীঘি এলাকায় কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিঃঅঃ) মো: গাজী সালাহউদ্দিন এর নেতৃত্বে নৌ পুলিশ এর একটি টিম স্থলভাগে অভিযান চালিয়ে এ মাছ জব্দ করেন। জব্দকৃত ঝাটকা ইলিশ স্থানীয় এতিমখানা, মাদ্রসা ও গরিব দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় এস আই সুমন, মোঃ হাবীব, মোঃ বায়েজিদ সহ স্থানীয় গন্যমাম্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (নিঃ অঃ) গাজী সালাউদ্দিন বলেন-গত ১৩ অক্টোবর মধ্যরাত ৩ নভেম্ভর মধ্য রাত পর্যন্ত ২২ দিনের জন্য সারা দেশে ইলিশ আহরণ,পরিবহন ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে সফলতার সহিত কাজ করছি।
আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin